তুমি বহুদূরে..
তবু আমি দেখি তোমায়..
উপলব্ধিতে।
স্পর্শ করি তোমায়
আমার অনুভবে।।
আজ যখন আকাশ ভেঙ্গে পড়ছিল সব...
আমি বৃষ্টির ফোঁটায় তোমাকে পেয়েছি।
রুমঝুম শব্দে শুনেছি তোমার চাপা কান্নার সুর।
জানি না কবে শেষ হবে-
তোমার মান অভিমানের খেলা।
কবে আবার হবে প্রাণের সঞ্চার!
শুধু জানি।
আমি অপেক্ষায় আছি
তোমার সানন্দ প্রত্যাবর্তনের।
তুমি ফিরে এস।।
ফিরে এস আমার নগরীতে,
হোক না হয় আরেকবার-
ভালবাসাবাসি।
হার মানুক এবার-
সকল বাঁধা,আঁস্তাকুড়ে পড়ে থাক-
জেদ,খুনসুটি।মান-অভিমান।
চল।।আমরা আবার-
দু'জন দু'জনের নিঃশ্বাসে বাঁচি।।