১.
কিছু কিছু লোকের আনাগোনা।
কখনও বাস,লঞ্চ টার্মিনালে,স্টেশনে-এখানে সেখানে;
কী ভারি ক্রন্দন!হাত পাতে।টাকা খুঁজে।।
আমরা ভাবি এ তো ব্যবসা-আসলেও তাই।
টাকা নয়।ধিক্কার কিংবা তিরষ্কার জোটে।।
হয়তো কেউ কেউ আসলেই বিপদগ্রস্ত থাকে-
আমরা বুঝি না সে আর্তনাদ।।
আসল কান্না ও নেকা কান্নার মধ্যে-
ব্যবধান;থেকে যায় দৃষ্টির অগোচরে॥
২.
বাবা তুচ্ছ কোন বিষয় নিয়ে-
বকা দেন;বুকটা জেদে ভরে ওঠে,
নিজেকে অপয়া ভাবতে শুরু করি;
হয়তো কোন কষ্ট থেকে কিংবা
কোন এক ভালোর জন্য ই এ শাসন॥
বাবার লুকায়িত এ ভালবাসাটুকু তবু-
থেকে যায় দৃষ্টির অগোচরে!
৩.
রাস্তা দিয়ে যখন কোন মেয়ে হেঁটে যায়
আমরা হা করে তাকিয়ে থাকি
কখনো দুটো কথা ছুঁড়ে দেই কিংবা
চোখের মাধ্যমে শান্তি খুঁজে নেই;
অথচ মেয়েটি হয়তো হাঁটছিল-
কোন এক দুঃস্বপ্ন ভর করে;যা-
থাকে আমাদের দৃষ্টির অগোচরে॥
৪.
আইসক্রিম খেতে খেতে কোন নির্জন রাস্তায়
প্রেমিকা যখন হাত ধরে বলে-
'তুমিই আমার একমাত্র অবলম্বন'
বুকটা ভালবাসায় ভরে যায়।
ভাসতে থাকি অপার আনন্দে।
অথচ কথাটার কতটুকু ভিত্তি ছিল,তা-
থেকে যায় ভাবনার অগোচরে॥
৫.
তবু আমরা নিজেদের দৃষ্টিহীণ ভাবতে পারি না,
আমাদের দৃষ্টি তো প্রখর!চোখ দুটো দিব্যি সুস্থ॥
চোখ কান তো সবসময় খোলাই রাখি,
তবু কিছু টের পাই না-ভাবি সব ই দেখি
আমরা কৃষ্টিহীণ হতে পারি-দৃষ্টিহীণ তো নই!!


রচনাকালঃ ০৩/০২/২০১২