সময়ের চাকা যেন থমকে আছে;
ধীরে ধীরে হয়ে যাচ্ছে সব অনুভূতিহীন!
সবাই ক্লান্ত...
আশার প্রদীপ হয়তো জ্বলবে।
আশা তো মরতে মরতেও মরে না!
উঁকি মারে হঠাৎ কোন  এক স্নিগ্ধ ভোরে।
কিন্তু কবে...?


অপেক্ষার প্রহর গুনছি...!


রাত পোহাবার এখনো অনেক বাকি;
ভাসছি আশার ভেলায়
ভোরের সূর্যোদয় দেখবো বলে।
সোনালী মিষ্টি আভাকে সাক্ষী রেখে-
চলবে আমার অন্তবিহীন পথ।


হয়তো একা একা...!


রচনাকালঃ ০৯/০৪/২০০৯