১.
সেদিন  তর্জনী ছুঁয়েছিল যেন পর্বত শিখর;
একটি কন্ঠ ভেসেছিল আকাশে বাতাসে,
উত্তাল জন-সমুদ্র; বলিষ্ঠ  আহবান।।
চেতনার বীজ বপন।রক্তবীজ।।
স্বাধীনতার ডাকে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ।
ইতিহাসের শেকড়ে রেসকোর্স ময়দান।
অন্ধকার থেকে মুক্তির পথে নতুন আলোক শিখা।
অতঃপর স্বাধীনতার  নিমিত্তে সংগ্রাম।
মহান মুক্তিযুদ্ধ।।


২.
ছায়া ঘেরা উদ্যানে অনবরত জ্বলছে,
শিখা চিরন্তনী।।
কপোত কপোতি ডানা মেলে পড়ন্ত বিকেলে,
আধুনিক পরিধানে লজ্জা পরিত্রাণ;কিংবা-
এক চাদরে দুজনের শীতের  সন্ধ্যার উষ্ণতা নিবারণ,
ভালবাসা ভাড়ায় নেয়ার মহড়া।
আধ-ছেঁড়া লুব্রিক্যান্ট প্যাকেটে ঢাকা পড়ে সবুজ ঘাস।
নেশার টানে বাড়ে তরুণের ভিড়।
ঝাঁঝালো ঘ্রাণে মুখরিত চারপাশ।আর ঊর্ধমুখী ধোঁয়া।
নীরব সাক্ষী হয়ে থাকে সারি সারি বৃক্ষরাজী।
এভাবেই ইতিহাসের পাতা ছিঁড়ে যায় একেকটা করে,
ধারালো ছুরি বিঁধে সোহরাওয়ার্দীর বুকে।।
আর মুক্তিযুদ্ধ হারায় ঘৃণিত কিছু মুক্তচর্চায়(!)


রচনাকালঃ ০৭/০৩/২০১৪