একুশ আজ শুধুই উদযাপনে?
নয় কী অন্তরে-লালনে?
একুশ শুধুই একদিনের আয়োজন- অনুষ্ঠান!?
পুষ্পার্ঘ্য; শ্রদ্ধাঞ্জলি।।একদিনে কত সম্মান!!
শুদ্ধ বাংলা চর্চায় একদিন
বায়ান্ন চোখে ভাসে, স্মৃতি অবিলীন।।
একুশ মানে ফুল কেনা-বেচার প্রতিযোগিতা;
প্রভাত ফেরি।।থাক না পায়ে জুতা!
শহীদ স্মরণে সমাবেশ; সভা-সেমিনার
একুশ মানে একদিন- শ্রদ্ধায় শহীদ মিনার।।


অতঃপর-
একদিনের উদযাপন শেষে; অপেক্ষা-
আসুক তবে আরেক একুশে।
শহীদ মিনার জমে যায় যুগল মিলনের খেলায়
বাংলা চর্চা হারিয়ে যায়-  আধুনিকতার(!)  ছোঁয়ায়।।


রচনাকালঃ ২১/০২/২০১৪