বিরাট ব্যস্ততায় বিভোর আজ
ইচ্ছেগুলো চেপে যাওয়া এক অভ্যাস।
যেন আছি নিষিদ্ধ কোন নগরীতে।।
আকাঙ্ক্ষার তীব্রতার কাটা  শূন্যেরও বাম দিকে;
অপেক্ষার প্রহরও শেষ দিন গুনছে
মরুময় চারপাশ; সঙ্গে স্থবিরতা।
চোরাবালিতে তলিয়ে গেছে রঙীন গল্প,
অপ্রিয় সত্যের কাছে যেন বন্দী স্বপ্নগুলো।
চির চেনা চেহারাগুলো আজ-
হারিয়ে গেছে চিরায়ত নিয়মে।
তবু আমি বিরাট ব্যস্ততায় বিভোর যেন আজ।।


রচনাকালঃ ১৯/০৩/২০১৪