বাস্তবতা!
এক বিভীষিকা
স্বপ্ন তো নয়,
যেন মরিচীকা।।


দাঁড়িয়ে আছি আজ শেষ প্রান্তে
চেয়েছি তবু তোমায় নখ-দন্তে।


দেখেছি আমি শেষের শেষ
তুমি আছো।আমি বেশ।।


হোক না স্বপ্নের বিচ্যুতি
পাশে থেকো।এই মিনতী।


কাটে না প্রহর।রাত কিংবা দিন
তুমি হীন, আমি যে অর্থহীন।


নীরবতা ভাঙ্গুক না হয় একটু ভালবাসায়;
চলছে তবে চলুক কোন পূর্ণতার আশায়।।


রচনাকালঃ ২২/০৪/২০১৫