আমার উদাস মন-
কল্পনায় আঁকতো তোমার  ছবি;
সে মনের আল্পনা সব মুছে দিয়েছি।
আমার চোখ দু'টো-
তোমার স্বপ্নে শুধু ভাসতো,
বেঁধে দিয়েছি তা আজ কালো কাপড়ে।


আমার অবুঝ হৃদয়ে-
রক্ত দিয়ে লিখেছি তোমার নাম;
যন্ত্রণার বানে রক্তগুলো ধুয়ে গেছে।


আমার ডায়েরির পাতায় পাতায়-
তোমায় নিয়ে কত কাব্য- কাহিনী ছিল লেখা;
আগলে রাখা ডায়েরিটা আজ পুড়ে করেছি ছাই।


আমার যে মুখ দিয়ে-
ধ্বনিত হতো কেবল তোমারই নাম,
সেই মুখ আজ অস্বীকার করছে তোমায়।


এক মুহূর্ত তোমাকে না দেখলে-
যে বিবেক মনের আড়ালে কাঁদতো;
বিবেক ই আজ বলছে- সে তোমায় চেনে না।
অসহায় দু'টি চোখে-
অঝোরে ঝরেছে কান্নার স্রোতধারা;
জল শুকিয়ে চোখ আজ চৌচির।


তোমার যাতনায়-
যে দেহে বয়ে গেছে কত ঝড়-ঝঞ্জাট,
তুমি হীন শরীর আজ বড়ই শ্রান্ত।


আর কত বৃথা আস্ফালন!
ভুলে গেছি তোমাকে তাই।
মাটি চাপা পড়েছে তোমার কিছু স্মৃতি।
হঠাৎ যদি এসে হানা দাও;
আফসোসে আর এখন নুয়ে পড়ি না;
এড়িয়ে যাই কেবল দুঃস্বপ্ন ভেবে।।


যে সব আলাপন-
আমার মনকে ভারী করে তোলে;
ঐ মুহূর্তকে ফেলে দিয়েছি আস্তাঁকুড়ে।


যে অতীত আঁকড়ে রাখলে-
চাপা কান্নার সুর মিশে বেরোয় দীর্ঘশ্বাস,
মুছে ফেলেছি আমি আজ সে অতীতকে।।


রচনাকাল: ১৭/০৫/২০০৪