১.
অসংগতির সাথে সংহতি আর কত?
কবে শুকাবে এই দুঃসময়ের ক্ষত!


২.
আধুনিক যুগে পুরানো ধাঁচে
কবিতায় তোমার ছবি বাঁচে।।


৩.
দুঃখকে সূক্ষ্ম ভেবে
    জীবন তরী বাইতে হবে
ধৈর্য ধারণ করলে তবে
    স্বর্গ সুখ নামবে ভবে।।


৪.
মনের জানালায় কান্নার সুর
কাটবে কখন অমানিশার ঘোর,
রাত না পোহালে হয় না ভোর
ইচ্ছার উপর খাটে না জোর।।


৫.
ভেবেছি; উত্তর তবু মিললো না
    চুল ছেঁড়া বিশ্লেষণে,
বিশাল বড় প্রশ্ন(?) এক
    এঁকেছো তুমি এ মনে।।