আমি আর চাই না মধ্য রাতের কান্না,
একলা তারা গুনতে আর ভাল লাগে না!
ভাল লাগে না একা পথ।
নীরব। নির্জীব।
শীতলতা।শিথীলতা।।
আমি আর আমার একেলা আকাশ-
নীরবতার অশ্রু ঝরে কেবল।।


প্রবল রৌদ্র বর্ষণে তুমি মুগ্ধ
আর দগ্ধ কেবল আমিই।।
এই আমার শেষ ঝাঁপ তাই
গভীর খাদে।।অবসাদে!
পারলে আমাকে খোঁজে নিও।
চিঠি দিও।দূর আকাশে।
হয়তো তবেই আবার এসে-
তোমার কোন দিবা স্বপনে,
ভালবাসবো উষ্ণ আলিঙ্গনে।


আমার প্রস্থানে-
কাটবে যখন তোমার শোক
এবার তবে তাই হোক।।


রচনাকালঃ ১৫/০৫/২০১৫