স্পষ্টতো বুঝতে পারছি,আমি-
মরণ আর বেশি দূরে নয়,
এ নিয়ে নেই কোন ভাবনা,
    নেই কোন ভয়।


দূর-দূরান্তে যাচ্ছি আমি-
জোরে জোরে কথা বলছি
খিলখিলিয়ে হাসছি কত
    কত আড্ডা মারছি!


কিন্তু...কই?
ভাবনা তো আসে না মনে;
    তিলে তিলে যে মরে যাচ্ছি।


কত সুন্দর এ ভুবন!
হৃদয়ের সাথে মিশে গেছে,কত-
হয়েছে আপন;
    এ সুখ ছেড়ে যেতে চায় কোনজন?


কিন্তু...
আমারও যে নেই বেঁচে থাকার ইচ্ছে
জীবনটা যেন একেবারে মিছে
কত আনন্দ!যাব পরকালে
ভাবনা নেই- থাকব কোন হালে
    হয়তো করেছি কত পাপ-
    করেছি কত পূণ্য-
কর্মফল ভোগ করতে সদা প্রস্তুত
লালসা নেই স্বর্গের জন্য।


জানি এ পৃথিবী চায় না আমারে,
খুশী মনে যাচ্ছি তাই-
    কাঙ্ক্ষিত মৃত্যুর দুয়ারে।।


রচনাকালঃ ১৪/০৮/২০০৩