কোথাও যেন কেউ নেই
সঙ্গী এক জ্বলন্ত মোমবাতি
কথাগুলো কানে বাজে সেই
এই কি আমার নিয়তি?


কত ঝড় বয়েছে এ জীবনে
তবু আছি যেন অক্ষত
কেবল বেঁচে থাকার প্রলোভনে
টিকে আছি আমারই মতো।


সুখের আশা করি নি বলে
দুঃখ কভু ছাড়ে নি পিছু
বেশি সুখ সয় না কপালে
কষ্ট থেকেই যায় কিছু!


জীবনের অদ্ভুত কিছু স্মৃতি
বিস্মৃতি হয়ে থেকে যায়
নিভে যায় জীবন জ্যোতি
অপূর্ণ থাকে কিছু অভিপ্রায়।।


রচনাকালঃ ১৯/০৬/২০০৬