সময়ের চাকা গড়িয়ে যায়
হিসাব শুরু হয় একসময় প্রাপ্তি-অপ্রাপ্তির;
কি পেলাম- ভাবে না তা কেউ
পেলাম না কি - সে প্রশ্নের
হাজারো উত্তরে জর্জরিত থাকে মন!


চারপাশে শূন্যতা...কেবলই শূন্যতা
পূর্ণ হয় সবকিছু, তবু যেন-
অপূর্ণ থেকে যায় কিছু আশা।


ছোট্ট এই জীবন তবু যেন
স্বস্তি নেই কারো - নেই শান্তি;
নিত্যদিনের ব্যস্ততায়-
হারিয়ে যায় পরম সুখের অনুভূতি!
আর নিঃসঙ্গ বেলায় মনে হয়
কি যেন হয় নি।কি যেন হচ্ছে না!


জীবনটা যেন এক ফুটো বেলুন
তৃপ্তি যতই মেটুক - কোথায় জানি
থেকে যায় তবুও - এক অপূর্ণতা।।


রচনাকালঃ ৩০/০৯/২০০৫