নিস্তব্ধতায় আজ ইচ্ছেরা শঙ্কিত,
কেবলই অপূর্ণতার ভয়।
রাতের গভীরতায় মিশে যায় আহাজারি।
আক্ষেপ ঝরে ঘন কুয়াশা হয়ে,
আকুলতায় সিক্ত সময় উষ্ণতা খুঁজে তোমার স্মৃতিতে।
চোখ দু'টো বুজে যেতে চায়- শরীরের নিয়মে।
অতীত টগবগ টগবগ করে মনের উচাটনে।
নিয়মের বেড়াজালে বন্দী আবেগগুলো,
ভালবাসা নিবৃত্ত হয় বাস্তবতার কষাঘাতে!
আমার আর্তনাদের নীরব সাক্ষী পৌষের শীতলতা।


এক অদৃশ্য দেয়ালে বিভাজিত আমরা,
দ্বিধায় বিভক্ত ভালবাসারা আজ-
একুল নাকি ওকুল দ্বন্দ্বে নিমজ্জিত কষ্টের ঘূর্নিপাকে।


তোমার ইচ্ছার দংশনে কুপোকাত,
বিষে পুড়ে নীলে আক্রান্ত!
বেদনার চাদরে আবৃত চারপাশ।
হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছে আনন্দ,
কাঁটাতারের বেড়ায় বন্দী আমার নিঃশ্বাস;
অপঘাতে বিকলাঙ্গ আমার বিশ্বাস।।
ব্যথার বানে আহত প্রতিটি রক্ত বিন্দু!


অনিচ্ছায় ইচ্ছার মৃত্যু।
তোমার ইচ্ছা ভাসছে পর্বতের চূঁড়ায়,
অবহেলায় পড়ে থাকে আমার ইচ্ছার সমাধি!


রচনাকালঃ ২৬/১২/২০১৫