আর কিছু আমি-
পারি আর না পারি,
দু'মুঠো ভাত আমার সাথে
প্রতারণা করে না কখনো।


অথচ যে সকল মানুষ,
মানুষ হয়েও জানোয়ারের মতো বাঁচে-
তারা থাকে আমার চিন্তার বাইরে!


এলাকার দু'চারজন লোক-
জনদরদী বলে ডাকে আমাকে।
শুনতে ভাল ই লাগে...!


ক্ষুধার যন্ত্রণায় যারা কাতরায়
চিকিৎসার অভাবে মারা যায়
সুপ্ত প্রতিভা যাদের অঙ্কুরেই নষ্ট হয়,
জানি আমি।রাখি,
সব খবরই।তবু...!!
আমিও তো মানুষ..নাকি?


লাভ চাই।।
জীবনে লাভ ছাড়া আর কিছুই দেখি নি।
এ সব নর্দমার নোংরাগুলোর মুখে-
হাসি ফুটিয়ে কি লাভ আমার?


আমার স্নেহের 'টমি' আছে না!!
নিজের কোলে করে নিয়ে এসেছি-
দূর-দূরান্ত থেকে।
ওকে মাংস দু'টুকরো না দিয়ে-
কেন যাব ওই ভিখারিদের আস্তানায়?!


কোন সখিনার মুখে এসিড পড়েছে,
কোন হালিমা ধর্ষিত হয়েছে,
ওমর আলী চিকিৎসার অভাবে ধুঁকছে,
কোন নিঃস্ব মা'র চোখের সামনে-
মারা যাচ্ছে তিন বছরের শিশুটি-
খবর সব জানি।কিন্তু
এসব নিয়ে ভাবার অবকাশ আছে?


প্রতিদিনই তো ব্যস্ত থাকি...
মিটিং, সেমিনার কিংবা
জনসেবামূলক নানান কার্যক্রমে


আপনারা ই বলুন...
আমি কোন দিকে মনযোগ দিব?


আমিও তো মানুষ...নাকি?!


রচনাকালঃ ০৩/০৪/২০০৮