এক সময় ঠেলা গাড়ীর মত মন্থর ছিল এ জীবন,
চেতনা শক্তি ছিল রাস্তার ম্যানহোলের ভেতরে...
ভাবনা শক্তি ছিল নীল আকাশে উড়ন্ত পাখিদের ভিড়ে...
নিস্তেজ ছিলাম-
যেন কপালে দিবালোক পড়ে নি কখনো!
হঠাৎ একদিন কোন অদৃশ্য ধাক্কায় বদলে গেল চিত্রপট।
       ... আর বদলে গেলাম আমি।।


মুছে দিয়ে অতীত জীবনের সব সরলতা-
ভুলে গিয়ে ফেলে আসা সব ব্যর্থতা-
উপভোগ করছি নতুনত্বকে বেশ।
চলাফেরা...কথাবার্তা...আচরণ...
সব কিছুতেই যেন এক অভাবনীয় পরিবর্তন।।


সকল পরিবর্তনকে স্বাগত জানিয়েই আজকের এই আমি...
সত্যিই যেন বদলে গেছি আমি!
      ... অনেকটা বদলে গেছি আমি।।


রচনাকালঃ ১১/০৬/২০০৪