প্রশংসা নাকি ধিক্কার; কোনটা পাব আমরা?
বাঙালি হয়ে জন্মেছি, এটা তো অপরাধ হতে পারে না;
তবে কেন এই হতাশা?!
কোথায় আমরা লুকিয়ে রেখেছি চেতনা?


জাগো বাঙালি...।


একুশে ফেব্রুয়ারি,ছাব্বিশে মার্চ কিংবা ষোল ডিসেম্বর!
কেন আমরা এই গুটি কয়েক দিন বাঙালি সাজি!!
অবহেলায় কেন পড়ে থাকে বাকিটা সময়-
শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধ!


লাখো শহীদের রক্ত মিশে আছে এ মাটিতে,
আর আমরা..? করছি অবহেলা,পরিহাস!
প্রশংসা নাকি ধিক্কার? কোনটা আমাদের প্রাপ্য?


জাগো বাঙালি...।


জাগো আরেক বার নতুন সাজে;
নতুন উচ্ছ্বাসে ভরে দাও বাংলা মায়ের প্রাণ।
ভুলে গিয়ে না পাবার বেদনা-
পথ চল নতুন এক উদ্যোমে...


সোনার বাংলা গড়ার স্বপ্ন হাতছানি দিচ্ছে এখনো;
জাগো বাঙালি...।
জাগো নতুন উল্লাসে।।


রচনাকালঃ ১৬/১২/২০০৬