দু'টি পাতা একটি কুঁড়ির দেশ
ব্যস্ত পাহাড় তলে
দক্ষ হাতের কারুকাজে
পাতায় ভরে থলে।


নর-নারী,জোয়ান-বুড়ো
দল বেঁধে ছুটে
সারাদিন কাজ শেষে
দানা পেটে জুটে।


তারা জাগে,সূর্যের আগে
যেতে হবে কাজে
এক মগ চা'য়ে দিন শুরু
ঘরে ফিরে সাঁঝে।


সারাদিন খেটে মরে যারা
সত্তর টাকা রোজে
অসুখে ধুঁকে মরলেতারা
কেউ আর খোঁজে?


শোষক দলের কষাঘাতে
কোন রকম বাঁচে
নিপীড়ন সব সহ্য করে
কাজ যাবে পাছে।


সপ্তাহ শেষে তলব করে
শ্রমিকের টাকা চুরি
বঞ্চনার শিকার নিচু শ্রেণি
ভরে তাদের ঝুড়ি।


চায়ের দেশে সাহেব বেশে
লুটপাট করে যারা
সারাদিন চলে বাবুগিরি
সুখেই থাকা তারা।


রচনাকালঃ ০৭/০২/২০১৬