আমার না বলা আর্ত শব্দগুলো-
ভেসে বেড়ায় বাতাসের তীব্রতার সাথে।।
বিষণ্ণতার সুর ছড়িয়ে পড়ে দিবালোকে।
কষ্টগুলো তবু পৌঁছায় না তোমার দ্বারে।
প্রতিফলিত হয়ে বার বার ফিরে এসে-
সে আর্তনাদ ভেদ করে আমার সত্ত্বাকে,
ভঙ্গুর হৃদয় চূর্ণ-বিচূর্ণ হয় আমার নীরবতায়।
তোমার ভাবনার পাথর তবু নড়ে না।।
বেদনার তীব্রতা জমে জমে হয় শীতল পাহাড়;
আর তুমি আনমনে মত্ত রৌদ্র-স্নানে!


তোমার বিহনে জন্মে কতো বিরহ কাব্য,
আর কবিতার সাথে যেন তোমার আজন্ম বৈরীতা!
অকারণে অস্থির মন ছুটে তোমার আঙিনায়,
ফিরে আসে আবার অদৃশ্য দেয়ালের ধাক্কায়।


রচনাকালঃ ১০/০২/২০১৬