আগুন ঝরা ফাগুনে
সহস্র কন্ঠের গণ-আন্দোলনে,রাজপথ-
উত্তাল হয় জাগরণে।


বাংলা মায়ের টান
মিশে যায় বারুদের গন্ধে,প্রতিবাদে-
কতো প্রাণ বলিদান।


ফিনিক্স পাখির মতো
সালাম,রফিক,জব্বার,বরকত।আর-
নাম না জানা শত।


মায়ের ভাষার জন্যে
রঞ্জিত হলো সবুজের  বুক,রক্ত বর্ণ-
একুশের দুপুর বায়ান্নে।


শিহরে উঠে প্রাণ,
বুলেট বিঁধেছে বুকে,ছিলো না তবু-
বেঁচে থাকার পিছুটান।


কতো রক্তের বিনিময়ে
প্রাণের ভাষায় কথা বলি,গর্বে-
বাঁচি বাংলার পরিচয়ে।


সতত শহীদ স্মরণে
একুশে ফেব্রুয়ারি হৃদয়ে বাঁচে,শুধু-
বিনম্র শ্রদ্ধা বরণে।


একুশ চেতনার দ্বার
প্রভাত ফেরি-পুষ্পাঞ্জলি,আজীবন-
শ্রদ্ধায় শহীদ মিনার।


রচনাকালঃ ২১/০২/২০১৬