১.
কেউ হারিয়ে যেতে চায়
     কেউ বা হারায়,
কেউ কেঁদে কেঁদে যায়
     কেউ বা কাঁদায়।


২.
আমি যে কাটিয়ে দিলাম অগণিত প্রহর
      উন্মাদ হয়ে ছুটে,
অসহ্য যন্ত্রণায় মরছি এখন,পাথরে-
      নিষ্ফল মাথা-কুটে।


৩.
সাজানো স্বপ্ন কতো
     হয়ে যায় বিধুর,
নিয়তির যত বিধান
      নির্মম নিষ্ঠুর।


৪.
দিন যতো হচ্ছে গত
     অন্তরে বাড়ছে জ্বালা
নিভে যাচ্ছে জীবন প্রদীপ
     এবার যাবার পালা।


৫.
রাতের ব্যস্ততা;আর-
     দিনের অলস জীবন
মন ফিরে পেতে চায়
     সে বিনিদ্র আলাপন।