সূর্যোদয় থেকে গভীর রাত অবধি; প্রতি মুহূর্তে-
কানে বাজে হরেক রকমের  কথা!
কখনো প্রয়োজনে--কখনো অপ্রয়োজনে;
কখনো দোষে--কখনো বিনা দোষে!
          এ যেন নন্ স্টপ্  এক রেডিও...


ঘুম ভাঙ্গে কারো অসন্তোষের মাঝে!
কানের সামনে যেন কা কা করে কাকের দল।
চলা ফেরা..কথা বলা..কাজের ধরণ...
সবকিছুতেই নাকি  ভুল আর ভুল।।
ভুলটা শোধরায় কে?- সে মাশুল গুণতে সবাই পটু;
ধৈর্য ধারণই উপায়-কিন্তু যোগফল শূন্য।।


সহিষ্ণুতার পথে হাঁটা--প্রতিবাদ নয়;
ভাষা কিংবা সামর্থ্য দু'ই থাকে,
থাকে না অস্তিত্ব রক্ষার  ক্ষমতা;
সময় নির্বাক।।তাই কারণে-অকারণে চলে -
          নন্ স্টপ্ রেডিও।


রচনাকালঃ ১৭/০৪/২০০৪