মেঘ নামে বৃষ্টি হয়ে
থেমে নেই কবির কলম
ভীর করা স্মৃতি মনে পরে
ছেলেবেলা হয়ে
সায়েন্স ফিকশান এর খবর বেরোয়
হিমঘরের উত্তাপ হয়ে
সত্যের অক্ষরগুলো বিচ্ছিন্ন হয়
অনচ্ছ উক্তির খোঁচায়
ভেঙ্গে পড়া রানা প্লাজা
গড়ে উঠে পুনরায়
জোড়া লাগে না
হাসপাতালের হাড্ডি
গানের কথা হারিয়ে গেলেও
সুর অন্তরে বাজে
আজ কাল, সকাল বিকাল
রাত্রি দুপুর, এখন তখন
আর সুকুমার রায়ের
হ- য- ব- র-ল তেই
কেটে যায় জীবন।