ক্লান্ত কায়ার রগরগে ঘামে, যখন
অস্থিরতা বিক্ষিপ্ত
এক গ্লাস ডাবের জলে, তখন
সিঁড়ি আসে নেমে অমরাবতী ছোঁয়ার।
স্বাধীনতাও স্বর্গ দেখায়
ভোল পাল্টানো অহমিকা ঢাকে
সৃষ্টির পাটাতনে নতুনের বীজ বুনে
অঙ্কুরিত হয় একদিন, প্রজন্ম
থেকে প্রজন্মে সংক্রমণ করে
সত্য, কিছু আগাছাও পিছু নেয়
শেকড় উপড়াতে, স্বাধীনতা উপেক্ষা করে
স্বাধীনতা আজ তাই জরাগ্রস্থ।
==*গল্পকবিতাডটকম'*র বিশেষ সংখায় প্রকাশিত==