একাকীত্বের নিঃস্বঙ্গতার প্রতিটি মুহূর্ত বলে যায়
আমি আজ একা !
কেউ জানেনা এই মুহূর্তগুলোর খবর,
বন্ধ ঘরে আটকে মৃত প্রায় অন্তর
কেন হয়ে যায় এতটা যন্ত্রণা-কাতর !
একপাশে অযত্নে পড়ে থাকা বসনা চিত্র
এলোমেলো কবিতার খাতা পত্র –
সিগারেটের এক রাশ কষ্টময় ধোঁয়া, সাথে
এক অমলিন আত্বার নিরব ছোঁয়া ।
ঘরের দেওয়ালটা যেন কি বলতে চায় মাঝে মাঝে
একরাশ যন্ত্রনা আজ দেয়ালের ভাঁজে ভাঁজে ।
কক্ষে ছড়িয়ে থাকা এলোমেলো চিন্তা গুলো
আর ক দিন বাদেই নির্বাক হবে ।
জীবনে পাওয়ার অনাবিল আনন্দের মোহ
ধ্বংস হয়ে যাবে ।
একা ঘরে থাকার বিরহে
চোখগুলোতে কেন যেন জল আর আসে না ।
সহসা আমাতেই আছ মিশে
তবুও আজ তুমি
আমার পাশে না ।
আর বন্ধ ঘরে নয়
হেঁটে যাব রাত্রির আঙিনায়
করবো চন্দ্র-বিলাস সেথায়,
চাঁদের আলোয় আলোকিত হবো।
বৃথায় চাঁদ কি কখনও দেখবে আমায় ?
জানতে চাইবে কি,
অজানা কষ্টগুলো কোথায় ?
মনের সূক্ষ্মকোন অনুভূতিগুলো বিরহে সুর তুলে
একাকীত্বের নিঃসঙ্গতার তালে তালে
চাঁদের দিকে তাকিয়ে
এক অজানা সুর বাধঁবো,
আলোকিত পৃথিবীতে মিশে গিয়ে
কষ্টগুলো ছুড়ে ফেলে দিয়ে
একদিন চিত্কার করে কাঁদব ।