শ্রবণ মাত্র সতীনাথ আইলেন তথায় ,
নন্দী ,ভৃঙ্গী সহ তান্ডব কথন তথায় !
ভূত-প্রেত ,হয়ে উন্মত্ত ,করে সব যজ্ঞ পন্ড ,
যজ্ঞাহুতি করে অনর্থ ,যজ্ঞ করে লন্ড ভন্ড !
দক্ষযজ্ঞ পন্ড হইল ,দেবগন ভয়ে কম্পমান ,
করজোড়ে স্তব করেন ,রক্ষ মাম্ মধুসূদন !
সতীদেহ লইয়ে স্কন্ধে  ,উন্মত্ত সতীনাথ ,
তান্ডব নৃত্যে মত্ত  , নাহিক দৃকপাত !
দেবতা গনের স্তুতিতে  ,বৈকুণ্ঠে - বিষ্ণুর আসন টলে ,
কিভাবেতে  তুষিবেন "হরে "বিষ্ণু চিন্তে বলে !
যাও চক্র সম্বুর স্কন্ধে ,খন্ড খন্ড কর ,সতীর দেহখানি ,
ত্বরিতে কাটিয়ে ফেল দেহ ,কৈলাসপতির স্কন্ধে সতীরানী !
বিষ্ণুর আদেশে "চক্র"তথায় ধেয়ে যায় ,
উমারানীর মৃতদেহ  "একান্ন খন্ড " করয় !
১. "ব্রহ্ম রন্ধ্র "পড়েছিল সতীর , দেশ "হিঙ্গলায় ",
     "দেবী কোটরী "নামে দেবী প্রসিদ্ধ তথায় !
২. "করবী "র 'পরে সতীর "তিনচক্ষু" পড়ে ,
     "মহিষ মর্দিনী "দেবী সেথা নাম ধরে !
  


                   ********
০১ /১১ /২০১১ ,মঙ্গলবার ,
রাত্রি -১০:৫৫ মিঃ ,বসন্তপুর !