স্নিগ্ধ সমীরনে  ,মলয় বাতাসে ,
বসুন্ধরা মেতেছে আজ আনন্দে উচ্ছ্বাসে !
চারিদিকে কাশবন ফুলে ফুলে সাদা ,
ধানক্ষেতে ধানশীষ দুলাইছে মাথা !
আজ শরতের আগমনে পূজার গন্ধ ভাসে ,
সাজো সাজো ধ্বনি উঠে জলে ,স্থলে ,আকাশে -বাতাসে !
মনে ,বনে দোলা লাগে মা'র আগমনী গগনে গগনে ,
বসুন্ধরা  সাজে ,নব সাজে পুষ্পে ,পর্ণে ,নব আভরণে !
বনানী আবেগে সাজে ,সবুজে সবুজে নানা  ফুলে ,.
বিহঙ্গ ধরেছে গান আগমনীর সুরে ,সুর তুলে !
ঢাকী ভাই তুলছে আওয়াজ ,ঢাকের কাঠিতে বোল তুলে ,
কচি কাচা ,বুড়ো বুড়ী ,মাতে সবে পূজার প্রাক্কালে !
গাঙ্গের জলে ঢেউ উঠেছে , স্বপ্ন  নীলে ভাসে ,
ফুলের বনে মধু নিতে ভোমরা ছুটে আসে !
দীঘির জলে শালুক খেলে ,পদ্ম -পরাগ রাগে ,
অলিরা এসে গুনগুনিয়ে  পরাগ রেনু মাখে !
শরৎ রানীর আগমনে পূজার আমন্ত্রন ,
আনন্দে তাই ভরলো হৃদয় ,মনে লাগে মাতন !
ঘাসের আগায় শিশির যেন সিন্ধু সরোবর ,
রাঙা ঊষার ,রাঙা কিরণ ,অপরূপ মনোরম !


                    **********


১৯ /০৯/২০১২ ,মঙ্গলবার
বেলা -৮:৩০ মিঃ ,বসন্তপুর