হোথায় আছে গ্রামখানি মোর ,চতুর্দিকে বন   ,
সবুজে ঘেরা গ্রামখানি মোর কেড়ে নিয়েছে মন !
হেথা হোথা তেঁতুল ,বট ,মেলেছে তারা শাখা ,
কিচির মিচির পাখীরা সব মেলেছে যে পাখা !
গেরুয়া রঙের চাদর দিয়ে গ্রামখানি মোর মোড়া ,
গ্রামের পথে বৌ-ঝিয়েদের আনাগোনায় জেগে ওঠে পাড়া !    
হোথা মম কুটীর খানি ,মন্দির সমান হয় ,                  
গ্রামের শেষে কাঁসাই যেথা রূপোলী রেখায় বয় !
শঙ্খ চিল আর গাঙ্ চিলেরা পাখায় আকাশ ঢাকে ,
বাউরী পাড়ার ছেলেরা সব সাঁতার কাটে খালের বাঁকে !
কেউ বা আবার জল থৈ থৈ কাটে পদ্মপাতা ,
কেউ বা মাঠে চরায় গরু ,মাথায় দিয়ে ছাতা !
চিঁড়ে কুটে মাঝি বৌয়েরা রাত্রি প্রহর কালে ,
ঢেঁকিতে আওয়াজ উঠছে সেথা পায়ের তালে তালে !
গোচারণের মাঠে চরে গরু ছাগলের  পাল ,
গোঠের গরু গোয়ালে ভরে গোধূলির ঐ কাল !
কংসাবতীর দুই তীরেতে কতই রঙের খেলা ,
এপারে জল ছলাৎ ছলাৎ ,ওপারে বালুর মেলা !
বক আর সারস ,শিকার ধরে নদীর বাঁকে বাঁকে ,
খপ্ করে মাছ ধরছে তারা দুই ঠোঁটেরই ফাঁকে !
পুকুর ঘাটে সাঁতার কাটে যত ছেলের দল ,
বৌ-ঝিয়েরা সিনান শেষে লয় কলসীতে জল !
হংস মিথুন খেলে সেথা ,মাছরাঙা দেয় ডুব ,
বাগদীবৌ়ে জাল ফেলে আর কুড়োয় যে শামুক !
ঐযে আমার সবুজ গ্রামে সঁদা মাটির গন্ধ ,
মনটি সেথায় পালিয়ে বেড়ায় হিয়ায় জাগে আনন্দ !


                         ***********
সন্ধ্যা>৬:০০ ,
১৪ /০২ /২০১২ ,বসন্তপুর !