আপন ,আপন ,করিস্ আপন ,
কেউ হ'লনা  তোর আপন !
সারা  জীবন খুঁজিস্ আপন ,
কোথায় যে তুই পাবি আপন ?
একা এসেছিস্ ,একাই যাবি ,
আপন বলে হেদাস্ কেন ,আপন কোথায় পাবি ?
আপন বলে করিস্ অভিনয় ,
আপনতো তোর কেউই নয় !
মা,বাবা ,ভাই ,বোন ,দুদিনের পরিচয় ,
স্ত্রী ,পুত্র ,পরিবার ,কেউইতো আপন নয় !
পড়ে রবে ঘর বাড়ী ,পড়ে রবে দোকানদারী ,
প্রাণপাখী উড়ে গেলে ,জীবন যাবে দেহ ছাড়ি !
আমার ,আমার ,কর আমার  ,
তুমি বা কার ,কে বা তোমার ?                                        আসবে যখন  ওপারের ডাক তোমার ,
এপার ছেড়ে যেতে হবে ,নেই সময় ভাববার !
আপন ,আপন ,বলছ যাদের  ,
কেউ  যাবেনা তোমার সাথে  !
আর  কোরনা  আপন ,আপন ,
কেউই তো তোমার নয়কো আপন !


              ******


বিকেল - ৪:৪০ মি: ,
২৭.০৪.২০১৭ ,বৃহস্পতিবার !
         কোলকাতা