বন্দে মাতরম্ ,বন্দে মাতরত ,বন্দে মাতরম্ ,
যেন তোমার 'পরে জন্মি  মাগো জনম জনম !
তোমার কোলে জনম আমার ,মরণ তোমার বুকে ,
তোমার 'পরে জীবন কাটাই দুঃখে সুখে !
তুমি শৈশবেতে  খেলার কানন ,যৌবনের উপবন ,
তোমার 'পথ সুখে ,শান্তিতে  কাটাই জীবন !
তুমিই আমার মন্দির ,মসজিদ,তুমিই আমার  প্রাণ ,
তুমিই আমার বাইবেল ,গীতা ,তুমিই কোরাণ !
তুমি আমার হৃদ্ আকাশে  সূর্য ,গ্রহ ,চাঁদ ,
তুমিই  আমার  সোনালী ধান ,সবুজ ক্ষেতের মাঠ !
ভোরের সূর্য তুমি মাগো ,রাতের ধ্রুবতারা ,
তোমার 'পরে পাখীর কূজন , ভোরের শুকতারা !
তোমার 'পরে কল্লোলিনী  নদীর  কলতান ,
তোমার 'পরে জীবন গড়ি ,তুমিই আমার  প্রাণ !
তোমার  অন্ন জলে মাগো ,এ দেহ গঠন ,
তোমার তরে যেন মাগো  দিতে পারি জীবন !
জননী ,জন্মভূমি ,স্বর্গাদপি গরিয়সী ,
মাতৃভূমি ,জন্মভূমি ,জননী সমান ,
আয়থ সবাই একসাথে  গাই ,বন্দে মাতরম্ !
জয় জোয়ন ,জয় কিষাণ ,জননী বঙ্গভূমি ,
মাগো তোমঢর 'পরে ঠেকাই মাথা , তোমার চরণ চুমি !
জন্মভূমি ,মাতৃভূমি ,মাগো ধন্য মোর জনম ,
তোমায় আমি নমি মাগো !একসাথে গাই  মোরা "বন্দে মাতরম্ " !!!


                    **********
বেলা ৩:০০ টা ,ডেবরা
০৬ /০৮ /২০১৭ ,রবিবার !