বাঁদরের ধন হলে বাঁধতে জানেনা ,
যা' খুশী তাই করে ,তার মূল্য বোঝেনা !
গলায়  দিলে মুক্তোর মালা ,
দাঁত দিয়ে করে ফালা ফালা !
পয়সা যদি পায় হাতে   ,
ছুঁড়ে ফেলে পথে ঘাটে !
কলা দিলে দু'হাতে ধরে ,
খায় দাঁত বের করে !
লাফিয়ে বেড়ায় গাছের 'পরে ,
মর্ম বোঝেনা বাড়ী ঘরের !
সোনা দানা পেলে পরে ,
একে তাকে ছুঁড়ে মারে !
ভাল ভাল খাবার দিলে ,
খাবার খেয়ে ভেগে পড়ে !
বাঁদর বুড়ালে মোড়ল হয়না ,
ভাল মন্দ কিছুই  বোঝেনা  !
যখন যেখানে খাবার পায় ,
লাফিয়ে ঝাঁপিয়ে সেথা যায় !
খাবারের খায়  যতক্ষন ,
বাঁদরের ধন ততক্ষন  !


     ********


রাত্রি ৯:৪৫ মিঃ ,কলকাতা
০৭ /০৬ /২০১৭  বুধবার !