ভাগ্যে যা লেখা ,সে তো বিধির বিধান ,
বিধির বিধান ভাঙবে ,কে সে এমন শক্তিমান !
মানি বা না মানি ,ভাগ্যে যা লেখা আছে তাই ফলে ,
কর্মের ফল যেটা ,ভাগ্যের লিখন সেইটাই বলে !
কর্মকে ফাঁকি দিলে ধর্ম হয়না কখনো ,
কর্মকে ফাঁকি দিলে ,সুখী  হওয়া হয়না জানিও !
জীবনে যা' ঘটে যায়  ,সব কিছুই কর্মের ফল ,
কর্ম ছাড়া যে জীবন হয়ে যায় অচল !
লোকে বলে ভাগ্যে যা লেখা আছে ,তাহাই হইবে ,
ইচ্ছা না থাকিলেও  ঘটনা অবশ্যই ঘটিবে !
বিধির বিধান ভাগ্যে আছে যা যখন ,
ইচ্ছা ,অনিচ্ছা সত্বেও  ,সেকর্ম করিবে তখখন !
কর্তা ইচ্ছা কর্ম হয়না যখন ,
সে যে বিধিরই বিড়ম্বনা ,নিশ্চিত জানিও তখন !


                  <<<<>>>>


রাত্রি- ৯:৪৫ মিঃ ,কলকাতা
০৪ / ০৭ / ২০১৭ ,বৃহস্পতি বার