হে বীর চির  উন্নত শির ,তুমি  বীর সন্তান ধরিত্রীর ,
স্বাধীনতার রক্ত   শিরায় , শিরায়  ,বহিতেছে হে বীর !
পরাধীনতায় , হীনতায় , নরক বাস তাতে ,
জীবন্তে মরণ সম ,বেঁচে থাকাই মৃত্যু ,বাঁচিতে !
পরাধীনতা করাল গ্রাস ,বধিছে জীবন ,
জীবনের বড় পাওয়া ,স্বাধীন জীবন !
পরাধীনতার গ্রাসে ত্রাস ,শৃঙ্খল  দাসত্বের ,
মান যায় ,সম্মান যায় ,যায় সুখ ,শান্তি জীবনের  !
হে বীরভোগ্যা বসুনধরা মা'য়ের সন্তান ,
মাতৃ  শৃঙ্খল মুক্ত লাগি ,করিদ জীবন পন !
শ্রদ্ধা,ভক্তি ,ভালবাসা আর রক্ষিতে মাতৃ  মান ,
অকাতরে  তাই হাসিমুখে বীর ; প্রাণ দিলে বলিদান !
বীর প্রসবিনী দেশমাতৃকা , মোদের গৌরব ,
বিনয় ,বাদল ,দিনেশ ,সুভাষ করেছিল অনুভব !
পরাধীনতার শৃঙ্খল , তাই মুক্ত করবে বলে ,
বীর ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে ,ভগৎ গেল জেলে !
মাতঙ্গিনী ,প্রীতিলতা ,আরও কত মা, বোন ,
গুলিবিদ্ধ হয়েও করেন পতাকা উত্তোলন !
তাইতো গো তুমি রত্নগর্ভা ,বীর প্রসবিনী মাতা ,
শহীদ হ'ল কত বীর সন্তান ,কে রাখে সে বারতা !
মা'য়ের মুক্তি পন করি তাই ,মা'য়েরই পদতলে ,
হে বীর!  অকালে তোমরা হইলে শহীদ ,শহীদেরই বেদীমূলে !


                         ********
২৮.০৪.২০১২ , শনিবার !
বিকেল - ৩:৪০ মিঃ .