চারিদিক ধূ-ধূ মাঠ, নিস্তব্ধ নগরী,
পাথিক নাহিক পথে, নেই ট্রাম, গাড়ী।
হাঁস-ফাঁস জীবনের উঠে নাভিশ্বাস,
মনেতে শ্বান্তনা নেই, কেবলি হতাশ।
রোদ্রতে ধূ-ধূ মাঠ, শূষক পথ ঘাট,
জলাশয়ে নেই জল, বৃক্ষাদি প্রায় শুষক কাঠ।
বাজারেতে নেই ক্রেতা, বিক্রেতার ভীড়,
কেনা-বেচা হয়নাকো, অব্সন্ন শরীর।
গ্রীষ্মেত ঘর্মাক্ত দেহ, ক্লান্ত কলেবর,
জীব্নের মূলস্রোত বুঝি থেমে যায় এইবার।
নিত্য জীবনের স্রোত শুদ্ধ হয়ে যায়
কি করে বাঁচিবে প্রাণ, বলে প্রাণ যায় যায়।
চাতক পাখীর ন্যায়, মেঘ্পানে চায়,
বারি বরিষনে চাতক পিপাসা মিটায়।
নগরী নিস্তব্ধ প্রায়, জন-কলরব,
অহর্নিশি অগ্নুত্পাত, তাপের প্রভাব।
সু-শৃংখলতায়, শান্তিময় জীবন-তান,
দাব-দাহের প্রকটতায় করে তা খান খান।
দহিতেছে চতুর্দিক, উষ্ণ জলাধার,
মৃত্যুর পরোয়ানা যেন, উঠে হাহাকার।
----------*****----------


কোলকাতা, ২০/০৫/২০১৬, সকাল ১১ : ০০