(এক পরিবারের সুখ ,শান্তি,স্নেহ ,মমতা ,ভালবাসা , বন্ধন  সমস্ত কিছু শেষ হয়়ে যায় ! জুয়েল উচ্চ আয় করা ছেলেদের বিয়ে দিয়ে সংসারে বৌ ,তাও আবার উচ্চ শিক্ষিতাদের নিয়ে এসে ! সংসার ছিন্নভিন্ন  করে দেয় !)


মাকে ছেড়ে যাসনা চলে ওরে মায়ের ছেলে ,
মাযে অনেক কষ্ট পাবে ,তোরা চলে গেলে !
তোরা থাকিস ভিন দেশেতে ,ভাবিসনে মা'র কথা ,
মায়ের মনে কত যন্ত্রনা ,কত যে আছে ব্যাথা !
কষ্ট করে করলো মানুষ ধরে জীবন ভোর ,
বড় হয়ে করবি তোরা মায়ের কষ্ট দূর !
ছিলিস তোরা ভাই বোনেতে মায়ের বুকের পাঁজর ,
আজকেতোরা চলে গেলি ,বুকযে হল ঝাঁঝর !
কষ্ট ছিল ,দুঃখ ছিল ,তবু ও  ছিল সুখ ,
বড় হয়েছিস ,তাই বুঝি তা' হয়েছে বৈমুখ !
সংসার করে দিলাম তোদের ,আজকে তোরা সুখী ,
খালি হয়েছে মায়ের হৃদয় ,মা হয়েছে দুঃখী !
সাধ ছিল ,সাধনা ছিল ,ছিল মনে শান্তি ,
এখন এসব উবে গিয়ে এলো যে বিভ্রান্তি !
ছেলে বড় হলে পরে ঘুচবে মায়ের দুঃখ ,
সুখ  ,শান্তিতে উঠবে ভরে ,ভরবে মায়ের বুক !
বৌমায়েরা এসে বাড়ী ,তোদের করলো ভিন্ন ,
মাকে তোরা করলিরে পর ,বোনকে করলি অন্য !
ধন্য তাদের যাদুকরী ,ধন্য তাদের বিদ্যা ,
মা-পুত্রের স্নেহ ,ভালবাসা ,সবই  হল মিথ্যা !
মা,বাবাকে করল অপর ,বোনকে করল শত্রু ,
মোহে পড়ে হ'লি অবুঝ ,হ'লি রে সুপুত্তুর !
বিধাতার যে একি  খেলা ,লীলা বোঝা দায় ,
যতকিছু সুখ ,শান্তি ,আশা ,ভরসা ধূলোতে মিশায় !!


                      *********
রাত্রি - ৮:২৪ মিঃ ,কলকাতা !
২২/০৭/২০১৭ ,শনিবার !