দুইটি আছে দুষ্টু ছেলে 'বাবাই' আর 'বুড়াই' ,
দুষ্টু হলেও দুষ্টু তো নয় ,জীবন দরিয়ায় !
মা - এর তারা নয়ন মণি ,পিতার নয়ন তারা ,
তারা ছাড়া ,মাতা- পিতা হয় যে  দিশাহারা !
মা এর তারা বুকের মাণিক ,জীবনের জীবন ,
আত্মার আত্মীয় তারা ,মাণিক রতন !
গৃহেতে তারা থাকে যখন ,ঘর যে করে আলো ,
তারা ছাড়া বুক ভরেনা ,জগৎ দেখি কালো !
এক আত্মা ,এক প্রাণ , তারা তিন ভাইবোন ,
দিদিভাই সাথে থাকলে ,জয় করবে  ত্রিভূবন  !
জড়িয়ে গলা ,বললে তারা ,"মাগো ; মোরা তোমার বাবার মতন",
জড়িয়ে বুকে ,চুমু খেয়ে ,মা বলেন "তোরা মোর আদরের ধন  !
বাবা হওয়া নয় মুখের কথা  ,কতো ভালোবাসো ?"
হাত প্রসারি বলে - "এত্তো ,মাগো এবার তুমি হাসো ! "
মায়ের কষ্ট দেখলে তারা  বড্ড কষ্ট পায় ,
এমন দুষ্টু ছেলে বলো ক'জনারই হয়  ?
মা নাকি তাদের রত্নগর্ভা ,বলে  সর্বজনা ,
মায়ের ছিল কঠিন শ্রম আর ছিল বাসনা !
দুষ্টু  মিষ্টি মুখ দুটি যে ,দুষ্টুমিতে ভরা ,
ভালোবাসা চাওনি মেশা ,সকল মনোহরা !


              **********
২১ /০৯ /২০১১ ,বসন্তপুর  !