৩. " জ্বালামুখি" তে "জিহ্বা" দেবীর কাটিয়া পড়িল ,
     "দেবী অম্বিকা " নাম সেথা প্রসিদ্ধ হইল !
৪. "দেবী সুনন্দা " নাম দেবীর হইল 'সুগন্ধায় ' ,
         খন্ড হইয়া "নাসিকা " পড়িল তথায় !
৫.  ভৈরব পর্বত ,অবন্তি দেশে  "দেবী "অবন্তি " নামে প্রসিদ্ধা ,
     বিষ্ণুর চক্রছেদন করে তথায় ,দেবীর "উর্দ্ধ ওষ্ঠা " !
৬. অট্টহাসে "অধঃওষ্ঠ" দেবীর পতিত হইল ,
    " অট্টহাসা " নামে দেবী পূজিতা  জানিল  !
৭. "দেবী চন্দ্রভাগা " নাম প্রভাসে যে হয় ,
    " উদর " পড়েছিল সেথা ,জানিবে নিশ্চয় !
৮. জনস্থানে "দেবী ভ্রমরী " নামে আবির্ভূতা  ,
    "বিকৃতাক্ষ ভৈরব " নামেতেও তিনি হন পূজিতা !
৯. " বামগন্ড স্থল "পড়ে গোদাবরী তীরে ,
     সেথা "দেবীদন্ডপানী বা দেবী বিশ্বমাতৃকা " নাম ধরে !
১০. "দক্ষিণ গন্ড স্থল "পড়ে " গন্ডকী নদী "তীরে ,
       "দেবী গন্ডকী চন্ডী "ও ভৈরব চক্রপাণি " নাম ধরে !
১১. শুচি দেশে  "উর্দ্ধদন্ত " ,পঞ্চদেশে  "অধঃদন্ত ''পড়য়
       "দেবী নারায়নী বা সংহার ভৈরব" "দেবী বারাহী বা ভৈরব        মহারুদ্র" সেথায় !
১২.  বামতল্প বা বসন "মায়ের পড়ে করতোয়ার তটে ,
      "দেবী অপর্না " বা "বামন ভৈরব "নামে সিদ্ধ সেথা বটে !



                           *******
০১/১১/২০১১ ,মঙ্গলবার ,
রাত্রি- ১০:৫৫ মিঃ ,বসন্তপুর