কৃষ্ণ পক্ষ ,অষ্টমী তিথি ,তিমিরা রজনী ,
মধ্যম নিশিথে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি !
লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার ,
দৈবকির কোলে জন্ম নিলেন ,শ্রী কৃষ্ণ আমার !
ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগন ,
দৈবকীর অঙ্কে  কৃষ্ণ জন্মিলেন যখন !
অবিরাম বরিষন ,ঘন কালো মেঘ ,
বিজুরী খেলিয়া যায় ,অশনি সংকেত !
গুরু গুরু গরজে ,আসমানে জলধর ,
অবিরল শ্রাবণধারা ,অঝোরে ঝর্ ঝর্ !
সৌদামিনী অন্তরীক্ষে খেলে আচম্বিতে ,
অচিরপ্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে !
যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে ,
স্বর্গ হইতে দেবগন পুষ্প বৃষ্টি করে !
দৈববানী হয়েছিল কংস নৃপতিরে ,
অষ্টম গর্ভজাত দৈবকীর ,বধিবে তাহারে !
সেইহেতু কংস  রাজা চিন্তিত অন্তরে ,
যখন কৃষ্ণ জন্ম  নিল দৈবকী উদরে !
পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন ,
কিকরে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন !
শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকূলেতে  চলে ,
যমুনা উজান বয় ,বারিধি উছলে  !
কিকরে যমুনা পার হবে ,বসুদেব ভাবে মনে মন ,
শৃগাল রূপী ভগবান ,যমুনা পারাপার করেন তখন !
মা যশোদার কোলে কৃষ্ণ অর্পন করিয়া ,
সাথে লয়ে যোগমায়া ,বসুদেব আসিল ফিরিয়া !
কৃষ্ণের জন্ম শুনে কংস ,কারাগারে আইল  ,
দৈবকী হইতে তারে কাড়িয়া লইল  !
কন্যা সন্তানে কংস ,পাথরে আছাড়িল ,
তৎক্ষনাৎ  আকাশে ,যোগমায়া রূপ ধারন করিল !
যোগমায়া প্রকাশিল ,কংসের সকাশে ,
কংস ! তোমারে বধিবে যে ,গোকূলে বাড়িছে সে !


              **********
বেলা -৯:০৫ মিঃ , ডেবরা ,
০৮ /০৮/২০১৭ ,বৃহস্পতিবার !