ঝর্না ঝরঝরিয়ে  পাহাড় বেয়ে ঝরে পড় ,
কলকলিয়ে খলখলিয়ে গাছ পাথর 'পরে ঝর  !
সুন্দরী ঝর্না তুমি ওগো ও রূপালী বর্না ,
তোমার পাশে কত ফল ,বৃক্ষ ,লতা ওপর্না !
কত পাহাড় , পর্বত ভূমি ,পার হয়ে কোন দেশে ,
তোমার গতি ,গিয়ে কোথায়  মোহনায় মিশে !
তুমি সুন্দরী ,তুমি ঊর্বশী ,তুমি ঊষসী ,
তুমি মোর প্রিয়তমা ,প্রাণের প্রেয়সী !
ছিলে তুমি কোন অচিনে পাহাড় চূড়ায় ,
পাহাড় চিরে বেরিয়ে এলে বনের ভেতর ,পাহাড় গুহায় !
পাহাড় থেকে বেরিয়ে কোন অজানা দেশে ,
বহে প্রবাহ তোমার ,কোন সুদূরে দেশ বিদেশে !
ঝরনা ,নদী ,সাগর তুমি কত রূপেই রূপ যে ধরে ,
তুমি যেগো তিলোত্তমা  ভিন্ন নামে  নামটি ধ রে !
তুমি এপার ভাঙ ,কোথায় আবার ওপার গড় ,
কোথায় নগর ,কোথাও উপনগর খানি তুলে ধর !
তুমি ওগো রৌদ্র মেখে স্বর্নময়ী ,
কখন আবার দেশ বিদেশে দিগ্বিজয়ী !
ঝর্না ধারায় রৌদ্র পড়ে স্বর্নপ্রিয়া ,
হৃদয় হর ,প্রাণ যে হর ,হর হিয়া !
কালের গতি হর তুমি ,হর নবজীবন - যৌবন ,
প্রাণের গতি ,পরম গতি ,তুমিই হরেছ, এ - মন !


               ********
বেলা ১০:৩৩ মিঃ ,বোজোগারী  (গ্যাঙটক )
১০ /০৭ /২০১৭ সোমবার