ওগো মোর জীবন দেবতা ,
তুমি মোর কত আপন , কাহারে কবতা !
তুমি আছ বলে , তাই এতো লাগে ভালো ,
এ মাটির ফল , ফুল ,লতা , পাতা ,আলো !                                
তুমি আছো বলে তাই জীবন মধূময়  ,
শাসনে ,সোহাগে তুমি ভোরেছো হৃদয় !
তুমি মোর অন্তরের অন্তঃস্থল ,ভোরের ধ্রুবতারা ,
তুমি ছাড়া এ  জীবন যেন   দিশাহারা  !
মধুর পরশে তোমার আমি যে গো ধন্য ,
ধরা "পরে তুমি ছাড়া নাই যে অনন্য !
তুমি আছ বলে তাই গাছে ফুল ফোটে ,
তুমি আছ বলে তাই চন্দ্র ,সূর্য্য ওঠে !
তুমি আছ , তাই পাখী গায় কুহু কলতান ,
তোমার মধুর নামে ,তাই আসে প্রেমের তুফান !
প্রেমময় মধুর নাম তব , মোর ক্ষুদ্র জীবনে ,
সদা যেন থাকে মতি তব শ্রী চরণে !
ভূবন করেছো আলো সদগুরু নামে ,
জীবন দেবতা তুমি জেনো ধরাধামে!


             *******


২১.০৯.২০১১ , বসন্ত-পুর .