(এক মা য়ের  হতাশ মনের আক্ষেপ )


যত যাহা করনা কেন অসার সংসার ,
পুত্র ,কন্যা ,পরিবার ,কেহ নয় তোমার !
যার জন্য যত কর ,কেউ নয় আপন ,
নিজ সুখ লাগি তারা সততই মগন  !
পিতা,মাতা ,ভাই,বোন ,সবই যায় ভুলে ,
আন্তরীক টান ,স্নেহ , সব হয় নকলে !
মা'র শ্রম ,যত আশা বিফলে যে যায় ,
বর্তমানে  পৌঁছে বুঝি অতীত ভুলে যায় !
মা'র ছিল ক্ষুদ্র আশা ,কঠিণ পরিশ্রম ,
বর্তমানের প্রেক্ষিতে তাহা হইতেছে ভ্রম !
বুকে পুষেছিল আশা ,অপত্য স্নেহ ,ভালবাসা ,
মমতা মিশানো অন্ধ বিশ্বাস ,শেষ হল প্রত্যাশা !
সবটুকু নিংড়ে মা আজ হয়েছে ভীক্ষারিনী ,
এসবই বিবেকহীন ,সংগাহীন কূহকিনী !
দৃঢ় সংকল্প ছিল ,প্রতিষ্ঠিত করিবে সন্তানে ,
প্রতিষ্ঠিত হইয়া সন্তান ভুলিল সে মা'য়ে !
মা'র শরীর খারাপ হলে , তারা পড়বেনা ৰিদেশে ,
স্তোক বাক্য দিয়ে মাতা পাঠায় তাদের পড়ার উদ্দেশ্যে !
প্রতিষ্ঠিত হয়ে বুঝি ভুলিল সে মায়ে ,
সন্তান ,পরিবার আজ রয়েছে তার দায়ে !
মা'র আর দায় নেই ,বেওয়ারিস মানুষ ,
মৃত কি জীবিত থাক্ তাহাতে নেই  হুঁস্ !
দৃকপাত  নেই তাহাতে  সন্তানদের এখন ,
রোগে ভোগে ,মাতা আজ গৃহেতে সারাক্ষন !
স্ত্রীর শরীর ,কেরিয়ার ,সন্তান মানুষ ,তাদের বড় দায় ,
অন্য চিন্তা -ভাবনা করার তাদের নাহিক উপায়  !!!


                   **********



বেলা-  ১০ :৩৫ মিঃ ,কলকাতা
০৫ /০৭ /২০১৭ ,বুধবার !