জোছনা মেখে গায়ে ,
উঠল ধরা   নেয়ে !
স্নিগ্ধ সমীরনে ,
হরষিত  হয়ে !
চাঁদের জোছনা মেখে ,
যেন নটিনী  নাচিছে দেখে !
আজকে সোহাগ রাতে ,
থেকো চাঁদের সাথে !
কাল সকালে নাহয় ,
যেও  চলেই প্রিয় !
সূয্যির ঘুম ভাঙ্গলে ,
যেও তারে বলে  !
সারা দিবস ধরি ,
কাজ নেইতো ভারি !
সাঁঝের বেলা এলে ,
আবার যেও  চলে !
জোছনাময় রজনী ,
গায়ে মাখো সজনী !
জোছনা ভ'রে স্নীগ্ধতায়  ,
যেন মুনিজনের মন হরায় !


      ********


রাত্রি ৯:৩৫ মিঃ ,কলকাতা
  ২৩ /০৫ /২০১৭ ,মঙ্গলবার