ওগো  স্নেহময়ী জননী আমার ,
কোথায়  লুকালে তুমি , ছেড়েগো আমায় !
খুঁজি চারিদিক, তোমায়  খুঁজে নাহি পাই ,
মা,মা বলেয়ে ডাকি, সাড়া নাহি পাই !
গৃহ অভ্যন্তরে গিয়া ডাকি মা,মা বলে,
শুধু হাহাকার ধ্বনি , সাড়া নাহি মিলে !
কত অনাহারে , কত  অনিদ্রায় ,
কত কাটে রাত, শুয়ে বিছানায় !
কোনোদিনও তুমি করনি প্রতিবাদ,
গর্ভ যন্ত্রনা কত সয়েছো অবাধ !
প্রসব যন্ত্রনা কত সয়ে অনিবার,
পৃথীবির  আলো তবু দেখাও আবার !
ভাগ্যহীনা আমি, তোমায় দেখিতে না পাই,
আকাশের  মাঝে তোমায়, খূঁজিয়া বেড়াই !
তোমার অধরের হাসি কেড়ে, জছনা মাখে সারা গায় ,
কৃষ্ণচূড়া , পলাশ, শিমুল, আলতা রাঙায় পায় !
হাতে শ্বেত শাঁখা, মুখে হাসি মাখা, স্বপনেতে দেখি তুমি ,
শিয়রে বসিয়া ,মাথে হাত দিয়া , আদর করিলে চুমি !
সিঁথির সিন্দুরে রাঙে রামধনু , ললাটের টিপে উদিত যে ভানু ,
লালপাড় শাড়ী ,এলো কেশ পিঠে ,স্বপনেতে তোমা আসিতে দেখিনু !
স্বপনে বলিলে মোরে ,স্নেহের দুলালী,মরণের কালে তুই দেখিতে নাপেলি !
বিধাতা ,কৃশ দেহে মোর, মুখে দিলনাকো বুলি !


         <<<<<+++>>>>>
২০ ০৯ ২০১১ , বৃহস্পতি , বসন্তপুর