মধুর বাঁশরী বাজে বৃন্দাবনে ,
বাঁশী শুনে   উতলা ,শ্রীরাধা মরমে !
বাজে বাঁশী রাধা ,রাধা ,
মন নাহি মানে বাধা !
কি করে যাইবে সেথা ,
আনমনা যে শ্রীরাধা  !
রাধা ভাবে  মনে মনে ,
যাবে কৃষ্ণ দরশনে !
বদনামের ভয়ে রাধা ,
থাকে  শরমে!
(রাধা)  মনে মনে বলে শ্রীহরি ,
এবার তোমার থামাও  বাঁশরী !
আমি ঘরে লাজে মরি ,
কাজে মন বসাতে নারি !
দোহাই  তোমায় হে মুরারী ,
আমায় বিপদে ফেলনা হরি !
ওগো মরমিয়া ,আমি তোমারি ,
এবার তোমার থামাও বাঁশরী !


      ********
বিকাল ৩:০০ টা ,ডেবরা !
১৬ /০৬ /২০১৭ ,শুক্রবার !