কোথায় আছ দয়াল গুরু একবার দেখা দাও ,
ভবে এসে দেখা দিয়ে জীবন জুড়াও !
তোমার দেখা না পাইলে হরি ,কেমনে জীবন ধরি ,
দেখা দিয়ে কর গুরু  ,পাতকী উদ্ধারী !
এ অধমে করগো কৃপা ,দিয়ে চরণ তরী ,
তোমার নাম গানে আমার ,ভাসাই দেহ তরী !
তুমি যে মোর জীবন দেবতা ,আমার মনের রাজা ,
তোমার নামের প্লাবনে মোর ,সদাই  নয়ন ভেজা !
গুরু ধ্যান ,গুরু জ্ঞান ,গুরুই পরম ব্রহ্ম ,
গুরুর চরণ ছাড়া  জীবন না হয় ধন্য !
গুরু আমার দয়াল হরি ,পতিত পাবন ,
গুরু ব্রহ্মা ,গুরু বিষ্ণু ,গুরুই জনার্দ্দন  !
তুমি আমার  শ্যামসুন্দর ,ব্রজের গোপাল ,
তোমার বিহনে গুরু জগৎ হয় কাঙ্গাল !
তুমি যে গো কৃষ্ণ কালী ,তুমিই বনমালী ,
তুমি মোর রাধাশ্যাম ,গোঠের রাখালি  !


               *********
রাত্রি - ১০:৪৫ মিঃ ,কলকাতা
          ০৬ /০১ /২০১২