নেচে নেচে আয়মা শ্যামা,বোস মা আমার হৃদয় জুড়ে,
ভক্তি জবায় পূজবো তোরে,বসিয়ে মনো  মন্দিরে ¡
কালো বরণ নয়কো মায়ের,মনের ভ্রমে দেখি কালো,
জ্যোতির্ময়ী রূপ  ধরে মা,ত্রিজগৎ কোরেছে আলো ¡
বরাভয় দায়িনী শ্যামা,অভয়া হয়ে আয় মা উমা ,
আয় স্নেহময়ী মনোরমা,ঘুচিয়ে দে মা সব কালিমা ¡
আয় মা শ্যামা দিগ্ বসনা,কালী ছেড়ে কালা হওমা,
মুন্ডমালা ফেলে মাগো,বনমালা গলায় পর'মা ¡
এলোকেশী,সর্বনাশী,অসি ফেলে ধরমা বাঁশী,
শিবের গলায় "পা" না দিয়ে,নেমে দাঁড়া উমাশশী ¡
নাপাই যদি রাঙা জবা,হৃদয় জবা দেবো তোরে ,
অভাগিনী কন্যা যে তোর,অধম বলে,যাসনা সরে ¡


                ~~~~~~~~~~~
২৮.০৯.২০১২ শুক্রবার
বিকাল: ৩:০০ ,কলকাতা