বাংলা মোদের মাতৃভাষা, বাংলা মোদের প্রাণ,
এই ভাষাতেই কথা বলি,এই ভাষায় গাই গান !
এই ভাষাতেই `জনগনমন´ রচেন রবীন্দ্রনাথ ,
এই ভাষাতেই `রামপ্রসাদী´ গেয়েছেন  রামপ্রসাদ !
কিযাদু বাংলা ভাষায়, সঞ্জীবনী শুধা মাখায় ,
এই ভাষারি ভক্তি রসে, নদীয়া ভাসে প্রেমের ধারায় !
এই ভাষাতেই প্রথম বুলি, ডেকেছিনু "মা,মা" , বোলে,
এই ভাষাতেই মিলিয়ে যাবো, শেষের দিনে, শেষের কালে !
এই ভাষাতেই বাউল নাচে , গায়, জয়দেবের মেলায় ,
এই ভাষাতেই দাঁড় টেনে মাঝি ভাটিয়ালি গান গায় !
শেষের দিনে এই ভাষাতেই বলবে সবাই হরি ,
এই ভাষাতেই সাঙ্গ হবে শেষের দিনের জারিজুরি !
যখন আমি দেখেছিলাম মা-এর মুখে হাসি,
এই ভাষায় বলেছি আমি ," মাগো তোমায় ভালোবাসি "!


                      ***********


বিকাল < ৪:০০ টা > ডেবরা
৩০.০৩.২০১৭ , বৃহস্পতি .