একাকিনী কেগো বালা , দাঁড়ায়ে সাঁঝের বেলা ,
কি কারণে ফেল বারি , এ নির্জনে শোকাকুলা !
ছিন্নকেশ , রুক্ষকেশ ,মলিন-শুষ্ক অধর ,
নয়নে বহিছে নীর ,চলে না চরণ ,জীর্ন কলেবর !
ধুয়েছে কাজল রেখা ,সিঁথিতে সিঁন্দুর বিন্দু হয়েছে মলিন ,
মিলায়েছে হাসি রাশি , ক্ষীন চাওনী ,চলেনা  অলস চরন !
তুমি নারী ,তুমি শক্তি ,আজিও কি রহিবে অবলা ?
জাগো ,জাগাও অসীম শক্তি তব ,জ্বলুক বহ্নি জ্বালা !
আজিও তোমার শক্তিতে ভীত ,স্বর্গের দেবতা ,
তবুও নারী, কেন আজও তোমার এত নীরবতা ?
ভুলে কি গেছ তুমিসতী , সাবিত্রী ,   সীতা , অরুন্ধুতী ,
অহল্যা ,তারা , মন্দদরী , দ্রৌপদী ,গার্গী ,কুন্তী ?                মৈত্রেয়ী ,গান্ধারী ,এরাওতো ছিল নারী  ,
তাহাদের সতীত্বের কাহিনী কি গেলে বিস্মরী ?
মহাদেব পিত্রালয়ে সতীকে, যাইতে নাদেন অনুমতি ,
' দশ মহাবিদ্যা রূপ ' দেখান তারে সতী  !
নারী পারে ধরা'পরে প্রলয় শক্তি করিতে আনয়ন ,
নারীই পারে শান্তি শুধা ,করিতে মন্থন  !
নারীই পারে ধরা'পরে ধ্বংসলীলা করিতে সংবরণ ,
নারীই পারে শান্তি , সুখ ,করিতে স্থাপন !
মলিন বসন ,সিক্ত আঁখি ,জীর্ন কলেবর ,
জাগো নারী,কণ্ঠে তোল তোমার বজ্রের ঝংকার !
নারী তুমি ,আজও কেন হবে নীপিড়ীতা  ,
জাগো তুমি ,জাগাও তোমার দুর্বার শক্তি ,অপরাজিতা !
মহামায়া , মহাশক্তি , ত্রিজগৎ পালিনী তুমি নারী ,
একহস্তে সংহার অবনী ,অন্য হস্তেশান্তির বারি !
তবে কেন একাকিনী দাঁড়ায়ে হেথা , ফেল অশ্রু বারি ?
ত্যায়াগিয়া গৃহকোন ,জাগো ,জাগাও তোমার মহাশক্তি নারী !
আজও কেন নির্যাতিতা বসে গৃহকোনে ,বাহিরাও উল্কাবেগে ,
জাগাও ,জাগাও,জাগাও ,জাগাও , তোমার নারী শক্তিকে !
জাগিলে নারী শক্তি ,তবেতো হইবে দুর্বৃত্তের নিধন ,
দুষ্টের দমন হবে ,হবে ন্যায়ের স্থাপন !
নহেকো দুর্বলা তুমি ,নহেকো অবলা , জাগুক তোমার শক্তি ,
কাটুক তিমির রাত্রি ,জাগুক তোমার ধ্রুব আলোর জ্যোতি !
দ্বি-ভূজা নহেগো তুমি নারী ,দশভূজা মঙ্গলা ,
দুস্কৃতিদের হানো তুমি ,ধ্বংস কর দুর্বৃত্তরে ,হইয়ে সবলা !


         ********************


রাত্রি < ৮:৬ মি: , ডেবরা
০৫.০২.২০১৭  সোমবার