চাঁদ শিখাল হাসতে মধুর ,মধুর কথা বলতে ,
নদী  শিখায় নিজের মত  আপন বেগে চলতে !
সূর্য্য তুমি উদয় হয়ে জগৎ কর আলো ,
তোমার কাছে শিখছি আমি ,বাসতে সবে ভাল !
বাতাস তুমি বইছো সদা ,জুড়াও যে জীবন ,
তোমার কাছে শিখছি সেবা ,শিখছি সারাক্ষণ !
আকাশ তোমার উদার হৃদয় ,সবাই কে দাও ঠাঁই ,
তোমার কাছে মহৎ হওয়ার শিক্ষা আমি পাই !
পাহাড় শিখায় তাহার সমান ,হই যেন ভাই মৌন মহান ,
বৃক্ষ শিখায় তাহার মত উন্নত শির রাখতে  !
মেদিনী  শিখায় সহিষ্ণুতা ,সব সহ্য করতে ,
তাইতো আমি দিবা রাত্র ,শিখছি সবা হইতে !


                *******
সকাল  ৯:৫৫ মিঃ ,কলকাতা ;
২৮/০৭ /২০১৭ ; শুক্রবার ;