বোনা ,চড়ুই,শালিক ,বাবুই ,
বিটকিলে ঐ নামগুলি ।
বাহারে নাম বলতে পারো ,
টুনটুনি আর বলবুলি ।
টুনটুনি বলেরে ভাই ,
কোথায় তোদের বাসা  ?
বাবুই পাখী বলেরে ভাই ,
তাল গাছেতেই খাসা ।
স্বাধীন ভাবে ভাঙি মোরা ,
স্বাধীন ভাবে গড়ি ,
স্বাধীন ভাবে থাকি ,মোরা
স্বাধীন ভাবে উড়ি ।
ঝড়ের দোলাই খাই যে দোলা ,
ঝড়ের নেশায় মাতি ।
দমকা হাওয়া এলে পরে ,
করি লুটোপুটি ।
চড়ুই পাখী বলে আমার
অট্টালিকা থানা ,
ঝড় ,বৃষ্টি ,এলে পরে ,
করিনে বাহানা ।
কত সুখে থাকি মোরা
অট্টালিকা পরে ,
তুমি কত কষ্ট পাও
রোদ ,বৃষ্টি ,ঝড়ে ।
নিজ হাতে বোনা
মোদের কাঁচা বাসা ,
কাচা হইলেও মোদের ,
কাঁচা ঘর খাসা  ।
কাঁচা হইলেও মোরা ,
আছি যে স্বাধীন ।
অট্টালিকা হইলেও তুমি ,
থাক পরাধীন ।
কুঁড়ে হোক ,কাঁচা হোক ,
নিজ হাতে গড়া ।
সবার চেয়ে সেরা ,
সেযে সবার বড়া ॥


***********
বিকেল - 3:35 মিঃ , কলকাতা
23/05/2017, মঙ্গলবার